সোনালী রাজশাহী : বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ও শরিফুল রাজের সম্পর্কের তরী চলতে শুরু করেছে । গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন রাজ নিজেই। রাজ জানান , গতরাতে পরীমণির বাসায় ফিরেছেন তিনি। ঠিকঠাক আছি, ভালো আছি, বাবুকে সময় দিচ্ছি।
আমি এখন বসুন্ধরার বাসায়। আমি ও পরীমণি একসঙ্গেই আছি।‘রাজ্যের সঙ্গে খেলা করছি, সময় দিচ্ছি। অনেক দিন পর ওকে ভালোমতো কাছে পেয়েছি। রাজ্যও আমাকে কাছে পেয়ে খুবই মজা করছে, হাসছে, খেলছে। রাজের কথা বোঝা যায় দীর্ঘ তিন মাস পর বসুন্ধরার বাসায় ফিরে পরিবারের সঙ্গ উপভোগ করছেন তিনি। সময় কাটাচ্ছেন সন্তান রাজ্যের সঙ্গে। তিনি আরও বলেছিলেন, ‘বেবির জন্য হলেও আমার জীবনটা ঠিকঠাক করতে হবে। সে এখন বড় হচ্ছে।
আরও পাঁচ-ছয় বছর পরে সে ভালোভাবে চলাফেরা করবে, কথা বলবে। তার একটা সুন্দর জীবন দিতে চাই।’ জানা যায়, গত ২০ মে পরীমণির সঙ্গ ত্যাগ করেন রাজ। বাসা থেকে বেরিয়ে আসেন নিজের জিনিসপত্র নিয়ে। তিন মাস পর ফের ভালোবাসার বন্ধনে জড়ালেন রাজ-পরি।