নিউজ ডেস্ক: ব্রাজিলিয়ান তারকা নেইমারকে দলে ভেড়ানোর দিকে আরও একধাপ এগিয়ে গেলো সৌদি আরবের ক্লাব আল হিলাল। ব্রাজিলিয়ান এই তারকাকে বরণ করে নিতে ইতোমধ্যেই তারা কার্যক্রম শুরু করেছে। ক্লাব কর্তৃপক্ষ সোমবার (১৪ আগস্ট) আনুষ্ঠানিক চুক্তিপত্রের কাগজপত্র নিয়ে চূড়ান্ত সভায় বসেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে দুই বছরের জন্য আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নেইমার। বিভিন্ন সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী এই দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ব্রাজিলিয়ান এই তারকা। সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। এখন কেবল চুক্তির কিছু শর্ত পরিস্কার হওয়ার অপেক্ষা। ইতোমধ্যেই নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টেস্টের দিনিক্ষণও ঠিক করে রেখেছে ক্লাবটি।
প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে দুই বছরের জন্য আল হিলালের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন নেইমার। বিভিন্ন সংবাদমাধ্যমের দেয়া তথ্য অনুযায়ী এই দুই বছরে ১৬০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাবেন ব্রাজিলিয়ান এই তারকা। সব কিছুই চূড়ান্ত হয়ে গেছে। এখন কেবল চুক্তির কিছু শর্ত পরিস্কার হওয়ার অপেক্ষা। ইতোমধ্যেই নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল টেস্টের দিনিক্ষণও ঠিক করে রেখেছে ক্লাবটি।