নিউজ ডেস্ক : রাজশাহীর পুঠিয়া উপজেলার নামাজগ্রাম থেকে অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার সন্ধা সাড়ে সাতটার সময় উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যাক্তি তাহেরপুর পৌরসভার ভাবনপুর এলাকার মোঃ মুকিম হোসেনের ছেলে আশিক (২১)। এ সময় অপহৃত ১৪ বছরের নাবালিকা ভিকটিম‘কে উদ্ধার করে।
রাজশাহী বাগমারা থানার অপহরণ মামলার মূলহোতা তিনি। গত ২৪ আগস্ট রাতে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত ৭ টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় মোঃ সুমন হোসেন @ রাশেদুল (৩২) এর বাড়ীতে লোক চক্ষুর আড়ালে মুল হোতা অবস্থান করছে বিষয়টি জানা মাত্রই র্যাবের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এজাহার নামীয় মূল আসামি আশিককে আটক করে এবং ভিকটিমকে সঙ্গীয় নারী র্যাব সদস্যের সহায়তায় উদ্ধার করে। উক্ত আসামী ও ভিকটিমকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহী বাগমারা থানার অপহরণ মামলার মূলহোতা তিনি। গত ২৪ আগস্ট রাতে র্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। র্যাব সূত্রে জানা যায়, র্যাব-৫ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ আগস্ট রাত ৭ টা ৩০ মিনিটে পুঠিয়া থানাধীন নামাজগ্রাম এলাকায় মোঃ সুমন হোসেন @ রাশেদুল (৩২) এর বাড়ীতে লোক চক্ষুর আড়ালে মুল হোতা অবস্থান করছে বিষয়টি জানা মাত্রই র্যাবের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এজাহার নামীয় মূল আসামি আশিককে আটক করে এবং ভিকটিমকে সঙ্গীয় নারী র্যাব সদস্যের সহায়তায় উদ্ধার করে। উক্ত আসামী ও ভিকটিমকে রাজশাহী জেলার বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।