নিউজ ডেস্ক : মায়ের মৃতদেহ বাড়িতে রেখে অশ্রুসজল চোখে পরীক্ষা দিলেন ছেলে। একদিকে মায়ের মৃত্যু অপরদিকে পরীক্ষার সময় বেশি নেই। অবশেষে মায়ের মরদেহ রেখেই অশ্রুসজল চোখে পরীক্ষায় বসেছেন কুইন্টার ঘাগ্রা নামে এক পরীক্ষার্থী। রোববার (২৭ আগস্ট) উপজেলা কলমাকান্দার লেঙ্গুড়া ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।পরীক্ষা শেষে এসে মায়ের মরদেহ সৎকার করেন ছেলে।
এইচএসসি পরিক্ষার্থী কুইন্টার ঘাগ্রা ফুলবাড়ি গ্রামের সিলভেস্টার ঘাগ্রার ছেলে। তিনি এবার আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তার কেন্দ্র দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।