আপলোড সময় : ৩১-০৮-২০২৩ ০৩:১৯:০০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৮-২০২৩ ০৩:১৯:০০ অপরাহ্ন

বগুড়ায় ১০ হাজার পিস ইয়াবাসহ একজন গ্রেফতার



নিউজ ডেস্ক: বগুড়া সদর উপজেলায় ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ৩০ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল বন্দর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ হাছান আলী রংপুরের পীরগঞ্জের হরিনা গ্রামের প্রয়াত ছবি উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া উপ-পরিচালক রাজিউর রহমান জানান,

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা রংপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এই সময় বাসযাত্রী হাছান আলীর আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা পরিবহনের কথা স্বীকার করেন। পরে হাছান আলীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে গ্রেপ্তারকৃত র বিরুদ্ধে বগুড়া সদর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708