নিউজ খেলাধুলা: এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। তবে আগফানরা যে ছেড়ে কথা বলবে না তা জানাই ছিল। লড়াইটাও দীর্ঘসময় ধরে হয়েছে হাড্ডাহাড্ডি। তবে শেষ পর্যন্ত বড় জয়ের স্বাদ পেয়েছে টাইগাররাই। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ৩৩৪ রান করেছিল টাইগাররা। জবাবে ৪৪.৩ ওভারে ২৪৫ রানে গুটিয়ে যায় আফগানিস্তান ।
বাংলাদেশের জয়ে বেশ খুশি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে মিরাজ ও শান্তর শতকে ৩৩৪ রানের বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ। জবাবে ২৪৫ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছেন টাইগাররা।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ে বেশ খুশি সাকিব। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমরা সবদিক থেকেই খুব ভালো ক্রিকেট খেলেছি। টসে জেতাটা আমাদের জন্য ভাগ্যের ছিল। আমরা আমাদের পরিকল্পনাটা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। পেসাররাও বেশ ভালো বোলিং করেছে। এটা বোলারদের জন্য সহজ উইকেট ছিল না।'
বাংলাদেশের জয়ে বেশ খুশি সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সাকিব আল হাসানের দল। রোববার (৩ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে মিরাজ ও শান্তর শতকে ৩৩৪ রানের বিশাল পুঁজি পেয়েছে বাংলাদেশ। জবাবে ২৪৫ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছেন টাইগাররা।
ব্যাটে-বলে দারুণ পারফর্ম করেছে টাইগাররা। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ জয়ে বেশ খুশি সাকিব। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমরা সবদিক থেকেই খুব ভালো ক্রিকেট খেলেছি। টসে জেতাটা আমাদের জন্য ভাগ্যের ছিল। আমরা আমাদের পরিকল্পনাটা বেশ ভালোভাবে কাজে লাগাতে পেরেছি। পেসাররাও বেশ ভালো বোলিং করেছে। এটা বোলারদের জন্য সহজ উইকেট ছিল না।'