নিউজ ডেস্ক: নগদে মোবাইল রিচার্জ করেই গাড়ি পেয়েছেন তানজিলা সুলতানা মৌ নামে নেত্রকোনার এক নারী। আর সেই গাড়ী, উপহার হিসেবে তুলে দিলেন চিত্রনায়িকা পরীমণি। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তার হাতে উপহার হিসেবে গাড়ি তুলে দেন পরীমণি। জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত নগদে লটারি চলাকালীন সময়ে মোবাইল রিচার্জ করেছেন। এরপর তিনি লটারিতে গাড়ি জিতেন। আর তাকে সারপ্রাইজ দিতে হঠাৎ শনিবার বিকালে চিত্রনায়িকা পরীমণিসহ নগদের ডেপুটি চিফ মার্কেটিং অফিসার সোলায়মান সুখন এসে হাজির হলেন তার বাড়িতে।
এরপর মোক্তারপাড়া মাঠে গাড়ি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সোলায়মান সুখন বলেন, এই অফারটি চালু থাকা অবস্থায় যে যেখানে বসে রিচার্জ করবেন তাদের মধ্য থেকে ভাগ্যবান নির্ধারণ করা হবে। যে ডিলারের আওতায় রিচার্জ করা হয় সেইখান থেকেই আমরা উপহার পৌঁছে দেই এদিকে বিজয়ী মৌ জানান, তিনি সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত রিচার্জ করেছিলেন। আর এতেই এমন একটি উপহার পাবেন জীবনেও কল্পনা করেননি। তার ওপর সেলিব্রিটিরা এসে দিয়ে গেছেন। গাড়ি তার স্বপ্ন ছিল এই স্বপ্ন আজ সফল হয়ে গেল।
এরপর মোক্তারপাড়া মাঠে গাড়ি হস্তান্তর করা হয়। এ ব্যাপারে সোলায়মান সুখন বলেন, এই অফারটি চালু থাকা অবস্থায় যে যেখানে বসে রিচার্জ করবেন তাদের মধ্য থেকে ভাগ্যবান নির্ধারণ করা হবে। যে ডিলারের আওতায় রিচার্জ করা হয় সেইখান থেকেই আমরা উপহার পৌঁছে দেই এদিকে বিজয়ী মৌ জানান, তিনি সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত রিচার্জ করেছিলেন। আর এতেই এমন একটি উপহার পাবেন জীবনেও কল্পনা করেননি। তার ওপর সেলিব্রিটিরা এসে দিয়ে গেছেন। গাড়ি তার স্বপ্ন ছিল এই স্বপ্ন আজ সফল হয়ে গেল।