______________________________________________
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা নামক এলাকায় গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টার সময় ৩ জন ভূয়া পুলিশকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন মো: রাকিব হোসেন (৩০), মো: তৌহিদুর ইসলাম (২৫), মো: মুন্না সরকার (২৩)। মো: রাকিব হোসেন রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের মো: আসাদুলের পুত্র। মো: তৌহিদুর ইসলাম এবং মো: মুন্না সরকার যথাক্রমে একই জেলার একই থানার আড়াদিঘীর মো: মোফাজ্জলের পুত্র এবং দেবীপুরের মো: মহসিনের পুত্র।
গোদাগাড়ী-তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা জানান রাজশাহীর তানোর থানাধীন মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো: মোজাহারুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার রাত ৭:২০মিনিটের সময় পুলিশের আভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট হতে জোরপূর্বক নগদ অর্থ আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মন্ডুমালা তদন্তকেন্দ্র পুলিশ ঐ গ্রামে অভিযান পরিচালনা করে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে।
তিনি আরও জানান ভুয়া পুলিশ আইডি বহন করে পুলিশ পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক মো: রাকিব হোসেন মিনতি রাণীর নিকট হতে ১৩০০ টাকা এবং মো: তৌহিদুর ইসলাম শ্রীমতি রোমালীর নিকট হতে ১২০০ টাকা ছিনিয়ে নেয়। তা ছাড়া শ্রীমতি শেফালীর নিকট ১০০০০ টাকা জোরপূর্বক আদায় করতে গেলে ঐ স্থানের জনসাধারণের সন্দেহ হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন অভিযুক্তদের দেহ তল্লাশি করে ২৫০০ টাকা, একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং তিন চাকাবিশিষ্ট একটি সিএনজি জব্দ করে।
এই ঘটনায় তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা নামক এলাকায় গত ৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮ টার সময় ৩ জন ভূয়া পুলিশকে আটক করেছে তানোর থানা পুলিশ। আটককৃতরা হলেন মো: রাকিব হোসেন (৩০), মো: তৌহিদুর ইসলাম (২৫), মো: মুন্না সরকার (২৩)। মো: রাকিব হোসেন রাজশাহীর তানোর থানার মাসিন্দা গ্রামের মো: আসাদুলের পুত্র। মো: তৌহিদুর ইসলাম এবং মো: মুন্না সরকার যথাক্রমে একই জেলার একই থানার আড়াদিঘীর মো: মোফাজ্জলের পুত্র এবং দেবীপুরের মো: মহসিনের পুত্র।
গোদাগাড়ী-তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা জানান রাজশাহীর তানোর থানাধীন মন্ডুমালা তদন্তকেন্দ্রের এসআই (নিরস্ত্র) মো: মোজাহারুল ইসলামের নেতৃত্বে গত শুক্রবার রাত ৭:২০মিনিটের সময় পুলিশের আভিযানিক দল নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কয়েকজন দুষ্কৃতিকারী পুলিশ পরিচয় দিয়ে তানোর থানার বাধাইড় ইউনিয়নের শিকপুর গ্রামের দিয়ারা পাড়ায় আদিবাসীদের ভয়-ভীতি প্রদর্শন করছে এবং তাদের নিকট হতে জোরপূর্বক নগদ অর্থ আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে মন্ডুমালা তদন্তকেন্দ্র পুলিশ ঐ গ্রামে অভিযান পরিচালনা করে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করে।
তিনি আরও জানান ভুয়া পুলিশ আইডি বহন করে পুলিশ পরিচয় দিয়ে ভয়-ভীতি প্রদর্শনপূর্বক মো: রাকিব হোসেন মিনতি রাণীর নিকট হতে ১৩০০ টাকা এবং মো: তৌহিদুর ইসলাম শ্রীমতি রোমালীর নিকট হতে ১২০০ টাকা ছিনিয়ে নেয়। তা ছাড়া শ্রীমতি শেফালীর নিকট ১০০০০ টাকা জোরপূর্বক আদায় করতে গেলে ঐ স্থানের জনসাধারণের সন্দেহ হয়। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে তিনজন অভিযুক্তদের দেহ তল্লাশি করে ২৫০০ টাকা, একটি হ্যান্ডকাফ, ভুয়া পুলিশ আইডি কার্ড এবং তিন চাকাবিশিষ্ট একটি সিএনজি জব্দ করে।
এই ঘটনায় তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করে গ্রেফতারকৃত অভিযুক্তদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।