আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০২:১৩:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০২:১৯:৫৭ অপরাহ্ন

গোদাগাড়ীতে ৭দিনের শিশু সন্তানসহ স্ত্রীকে অস্বীকার



_____________________________________________

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে ৭দিনের শিশু কন্যা সন্তানসহ পিতৃপরিচয়ের দাবিতে ছেলের বাড়ির সামনে ঘুরছেন জান্নাতুন ফেরদৌস নামে একজন নারী। অভিযুক্ত ব্যক্তি মোঃ সাফিউল্লাহ ভুট্ট। ভুক্তভোগী নারীর অভিযোগ, দেরবছর বছর ধরে সম্পর্ক তাদের । ভুট্ট তাকে ইসলামী শরীয়ত সম্মত মাওলানা দিয়ে কালিমা পড়িয়ে ঢাকা হেমায়েত পুরে বিয়ে করেছেন। আমরা ঢাকায় একসাথে সংসার করেছি।

ঐ নারী দৈনিক সোনালী রাজশাহী'কে জানান, আমাদের বাচ্চা হওয়ার পর বাচ্চা অস্বীকার করছে ভুট্ট। ভুক্তভোগী নারীর অভিযোগ, তাদের কন্যা  শিশু জন্মের পর তার বাবা পরিচয় দিতে চায়না। নারী বলেন, একজন সদ্যভুমিষ্ট ৭দিনের শিশু সন্তানসহ একজন মহিলার সাথে তিনি যে অন্যায় অবিচার করেছেন তার বিচার আমি চাই। একজন মা জানে, তার শিশুর বাবা কে। দরকার হলে ডিএনএ পরীক্ষা করে দেখা হোক কে তার বাবা। আমি আমার জন্য কিছু চাই না। আমি চাই শিশুটি পিতৃপরিচয় পাক।

ঐ নারী আরও বলেন এলাকায় থাকতে দেখা সাক্ষাতের মাধ্যমে পরিচয়। তারপর ভালবাসা থেকে ঢাকায় গিয়ে বিয়ে করি। দেড় বছরের অধিক সময়ের সংসারের জীবনে সদ্য ভূমিষ্ঠ হয়েছে একটিি কন্যা  সন্তান। এসব পেছনে ফেলে নিজের স্ত্রী ও সন্তানকে অস্বীকার করছেন স্বামী সাফিউল্লাহ। স্ত্রীর ও সন্তানের স্বীকৃতির দাবিতে দুইদিন থেকে স্বামী সাফিউল্লার বাড়ীর সামনে অবস্থান করছেন স্ত্রী। সাফিউল্লার মা,সহ আত্নীয় স্বজনরাও তাকে বাড়ীর থেকে ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন এমন অভিযোগ করছেন ভূক্তভোগী নারী। এবিষয়ে স্ত্রীর দেওয়া ০১৮১৩৭৮৯৫৯০ নম্বরে স্বামী সাফিউল্লাহ ভুট্ট কে একাধিক বার কলদিয়ে পাওয়া যায় নি।

স্থানীয় বাসিন্দা এবাদুল নামে একজন বলেন ছেলে মেয়ে তারা বিয়ে করে ঢাকায় বসবাস করতেন এখন সন্তান জন্ম হয়েছে এখন ছেলের পরিবার বলছে সে মেয়েটিকে বিয়ে করেনি সে সন্তান আমাদের ছেলের না ।আমরা এলাকাবাসী জানি ছেলের পূর্বৈর চরিত্র খুব ভালো না। এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708