নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ইউনিট সমূহের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ১১:০০ ঘটিকায় রেঞ্জ কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটসমূহের সাথে আগস্ট ২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী মহোদয়।
এসময় উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্), রাজশাহী রেঞ্জ এবং রেঞ্জ কার্যালয় রাজশাহীসহ রেঞ্জাধীন সকল জেলা/ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা’র অভিন্ন নীতিমালার আলোকে আগস্ট/২৩ মাসে রেঞ্জের শ্রেষ্ঠ পারফরমেন্সধারী এএসআই (নিরস্ত্র), এসআই(নিরস্ত্র), ইন্সপেক্টর (তদন্ত), অফিসার ইনচার্জ এবং শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচন করে তাদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য যে, আগস্ট/২৩ মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে বগুড়া জেলা নির্বাচিত হওয়ায় পুলিশ সুপার বগুড়া জেলাকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও উক্ত সভায় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের মাঝে ডিআইজি মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন। আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে ডিআইজি মহোদয় জেলার পুলিশ সুপারগণকে আইন-শৃঙ্খলা স্বাভারিক রাখার নিমিত্ত্বে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।