গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। আব্দুল জাব্বার কে সভাপতি, ও আব্দুল্লাহ আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে বাংলাদেশ আওয়ামী যুব লীগ, গোদাগাড়ী পৌর শাখার পূর্ণাঙ্গ কার্য নির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত 30/07/2023 ইং তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোদাগাড়ী পৌর শাখা এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনু্ষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সিদ্ধান্তের আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে সংশ্লিষ্ট ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোদাগাড়ী পৌর শাখার কার্যকরি কমিটিকে ২০/০৯/২০২৩ ইং তারিখ হইতে আগামী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গোদাগাড়ী পৌর আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক হামিদ রানা, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম (টিপু), হামিদ বাবু , মশিউর রহমান ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
গত 30/07/2023 ইং তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোদাগাড়ী পৌর শাখা এর ত্রি-বার্ষিক কাউন্সিল অনু্ষ্ঠিত হয়। উক্ত কাউন্সিলে সিদ্ধান্তের আলোকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে সংশ্লিষ্ট ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গোদাগাড়ী পৌর শাখার কার্যকরি কমিটিকে ২০/০৯/২০২৩ ইং তারিখ হইতে আগামী ০৩ (তিন) বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। গোদাগাড়ী পৌর আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সাংগঠনিক সম্পাদক হামিদ রানা, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহিম (টিপু), হামিদ বাবু , মশিউর রহমান ।
বাংলাদেশ আওয়ামী যুবলীগ
- বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি বীরের সংগঠন। যুবলীগের প্রতিষ্ঠাই হয়েছিল ৭১- এর রণাঙ্গনের বীর যোদ্ধাদের নিয়ে।১৯৭২ সালে ১১ নভেম্বর শেখ ফজলুল হক মনিকে চেয়ারম্যান করে প্রতিষ্ঠিত সেই কমিটির প্রায় সবাই ছিলেন বীর মুক্তিযোদ্ধা। আর শেখ মনি তো ছিলেন একজন বীর যোদ্ধা। মহান স্বাধীনতা সংগ্রামে দেশের গঠনতন্ত্র রক্ষার আন্দোলন ও জাতির ক্লান্তিকালে যুবলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে মাঠের তৃণমূল কর্মীরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন। স্বাধীনতাপরবর্তী সময়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের যুবসমাজকে একটি প্লাটফর্মে এনে সোনার বাংলা গড়ে তোলার জন্য আত্মনিয়োগ করাতে শেখ ফজলুল হক মনিকে যুবলীগ গঠন করার দায়িত্ব দেন। এই জাতির বীরসন্তান বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনীর প্রধান শেখ ফজলুল হক মনি ছিলেন পাক সামরিক জান্তার কাছে আতঙ্ক, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৬-এর গণআন্দোলন ৬৯-এর গণঅভ্যুত্থানের নায়ক। শেখ মনির বীরত্বের কথা অসীম সাহসিকতার গল্প বাঙালি জাতি আজও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।