আপলোড সময় : ২১-০৯-২০২৩ ০৬:৪৭:২১ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৯-২০২৩ ০৬:৪৭:২১ অপরাহ্ন

হবিগঞ্জের স্কুলছাত্রী জেরিন হত্যা মামলার দুই আসামির ফাঁসি দিয়েছে আদালত



নিউজ ডেস্ক: হবিগঞ্জে আলোচিত স্কুলছাত্রী জেরিন হত্যা মামলায় দুই আসামির ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক সুদীপ্ত দাস এ রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর স্টেনোগ্রাফার পার্থ প্রতীম সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ‍্যগ্রহণ শেষে বিচারক দুই আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের দিদার হোসেনের ছেলে জাকির হোসেন ও পাটলি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক নুর আলম। এদিকে, এ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল হাসেম মোল্লা মাছুম। তিনি বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। মামলার বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার ধলগ্রামের মেধাবী ছাত্রী মদিনাতুল কুবরা জেরিন ২০২০ সালের এসএসসি ছাত্রী ছিল। স্কুলে আসা যাওয়া-আসার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করতো একই এলাকার জাকির।

২০২০ সালের ১৮ জানুয়ারি অপহরণের উদ্দেশে জাকির ও তার সহযোগী জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় জেরিনকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক‌েল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৯ জানুয়ারি সকালে মারা যায় জেরিন। এ ঘটনায় জেরিনের বাবা আব্দুল হাই বাদী হয়ে ৩ জনকে আসামি করে হবিগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন। এ ব্যাপারে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল বারী নোমান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট হয়েছি। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708