নিউজ ডেস্ক: নওগাঁর বদলগাছীতে আন্তঃজেলা অটোরিক্সা চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বদলগাছীর চকবেনী এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতা মো. রাজু মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব ৫। গ্রেপ্তার রাজু বগুড়ার শীবগঞ্জ উপজেলার নগরজান গ্রামের মৃত সোলায়মান মন্ডলের ছেলে। এছাড়া অজ্ঞান পার্টির শিকার জেলার পত্নীতলা উপজেলার সিধাতৈল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে ভিকটিম মো. জিল্লুর রহমান রহমানকে উদ্ধার করেছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। আসামি রাজু মন্ডল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে বিভিন্ন জেলায় গিয়ে প্রথমে সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া করে এরপর সন্ধ্যা হলে অটো ড্রাইভারকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামির স্বীকারোক্তিতে জানা যায় এর আগেও বিভিন্ন জেলায় সে ৫টি ইঞ্জিনচালিত অটোরিকশা একই কায়দায় চুরি করে। গত বুধবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলায় রাজু মন্ডল ১০০০ টাকায় সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া নেয়। পরবর্তীতে দিন গড়িয়ে রাত হলে আসামি কৌশলে ভিকটিমকে চেতনা নাশক জুস খাইয়ে অজ্ঞান করে।
ভিকটিমকে সুবিধাজনক জায়গায় ফেলে দেয়ার সুযোগ খুজে বেড়াচ্ছিল তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধারপূর্বক হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। আসামি রাজু মন্ডল আন্তঃজেলা চোর চক্রের সদস্য। সে বিভিন্ন জেলায় গিয়ে প্রথমে সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া করে এরপর সন্ধ্যা হলে অটো ড্রাইভারকে চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামির স্বীকারোক্তিতে জানা যায় এর আগেও বিভিন্ন জেলায় সে ৫টি ইঞ্জিনচালিত অটোরিকশা একই কায়দায় চুরি করে। গত বুধবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলায় রাজু মন্ডল ১০০০ টাকায় সারাদিনের জন্য অটোরিকশা ভাড়া নেয়। পরবর্তীতে দিন গড়িয়ে রাত হলে আসামি কৌশলে ভিকটিমকে চেতনা নাশক জুস খাইয়ে অজ্ঞান করে।
ভিকটিমকে সুবিধাজনক জায়গায় ফেলে দেয়ার সুযোগ খুজে বেড়াচ্ছিল তখন তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সোর্সের মাধ্যমে গোপন সংবাদ পেয়ে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধারপূর্বক হাসপাতালে ভর্তি করায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে নওগাঁ জেলার বদলগাছী থানায় হস্তান্তর করা হয়েছে