নিউজ ডেস্ক: দামুড়হুদা উপজেলার দর্শনা থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ রুপার গহনা জব্দ করেছে বিজিবি। আজ শনিবার (২৩সেপ্টম্বর) দুপুরে দামুড়ুউধা উপজেলার নাস্তিপুর এলাকা থেকে রুপার গহনাসহ তিনজনকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র জানা যায় শনিবার দুপুরে ভারত থেকে বিপুল পরিমানের রুপার গহনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের ওয়াসিম বিশ্বাসের এর বসতবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির ড্রেসিং টেবিল এর নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একটি গামছা দিয়ে বাধা পোটলা উদ্ধার করে। উদ্ধারকৃত পোটলার ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট হতে ২৩ কেজি ৪৭০ গ্রাম (২০১২ ভরি) ভারতীয় তৈরীকৃত রুপার গহনা জব্দ করে।
এ সময় আটক করা হয় আরবী খাতুন, ছেলে ওয়াশিম ও ছেলের বউ রিমা খাতুনকে। জব্দকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আটককৃতরা হলেন- নাস্তিপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ওয়াশিম বিশ্বাস (৩৮), তার স্ত্রী রিমা খাতুন (২৭) ও মৃত হায়দার আলীর স্ত্রী আরবী খাতুন (৫৫)। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে আটককৃত ও পালিয়ে যাওয়া রুপা চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেন।
বিজিবি সূত্র জানা যায় শনিবার দুপুরে ভারত থেকে বিপুল পরিমানের রুপার গহনা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৮০/৬-আর থেকে আনুমানিক ২০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের ওয়াসিম বিশ্বাসের এর বসতবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির ড্রেসিং টেবিল এর নীচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় একটি গামছা দিয়ে বাধা পোটলা উদ্ধার করে। উদ্ধারকৃত পোটলার ভিতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ২০টি প্যাকেট হতে ২৩ কেজি ৪৭০ গ্রাম (২০১২ ভরি) ভারতীয় তৈরীকৃত রুপার গহনা জব্দ করে।
এ সময় আটক করা হয় আরবী খাতুন, ছেলে ওয়াশিম ও ছেলের বউ রিমা খাতুনকে। জব্দকৃত রুপার গহনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। আটককৃতরা হলেন- নাস্তিপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে ওয়াশিম বিশ্বাস (৩৮), তার স্ত্রী রিমা খাতুন (২৭) ও মৃত হায়দার আলীর স্ত্রী আরবী খাতুন (৫৫)। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে আটককৃত ও পালিয়ে যাওয়া রুপা চোরাকারবারিদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করেন।