নিউজ ডেস্ক : নওগাঁর সাপাহারে সাথী সেবা নামে একটি ক্লিনিকে ভুয়া ডাক্তার পরিচয় ব্যবহার করায় ক্লিনিকের পরিচালক মোঃ ইউনুস আলীকে (৩৬) এক লক্ষ টাকা অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
সোমবার ২৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের গোডাউন পাড়া সাথী সেবা ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্যাহ আল মামুন।
এসময় ক্লিনিক পরিচালক মোঃ ইউনুস আলী ডাক্তার না হয়েও ক্লিনিকের ব্যবস্থাপত্রে ডাক্তার পরিচয় ব্যবহার করা এবং ক্লিনিকের বিভিন্ন অনিয়ম পাওয়ায় এক লক্ষ টাকা অর্থদণ্ড দেন মোবাইল কোর্ট এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।