নিউজ ডেস্ক: অপরাধ দমনে চট্টগ্রামে রোবাস্ট পেট্রোলিং করেছে র্যাব ৭। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর জামালখান মোড়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম। ডাকাতি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ রোধে প্রতিদিন ১৮টি পেট্রোল টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে নগরীতে। এ সময় গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয় চেকপোষ্ট।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, গত তিন মাসে র্যাব-৭ রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নগরীর বিভিন্ন স্থানে ৫০টির অধিক কিশোর গ্যাং রয়েছে। গত তিন মাসে ৪-৫টি কিশোর গ্যাংয়ের মোট ২০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, চকবাজারে মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতন করে হত্যা, পাহাড়তলীতে ডাবল মার্ডার, পতেঙ্গায় পান বিক্রেতাকে হত্যা, আনোয়ারায় কলা পাতা নিয়ে ঝগড়া করে হত্যা, রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী কল্পনা চাকমাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আনোয়ারায় পাওনাদারকে আটকে রেখে হত্যার ঘটনায় মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
এছাড়া র্যাব-৭ গত তিন মাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ ৪৫ হাজার পিস ইয়াবা, ৫৪০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি মদ উদ্ধার করছে বলেও জানান তিনি । সূত্র সময় সংবাদ।
সংবাদ সম্মেলনে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বলেন, গত তিন মাসে র্যাব-৭ রোবাস্ট পেট্রোলিংয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাং অপরাধের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। নগরীর বিভিন্ন স্থানে ৫০টির অধিক কিশোর গ্যাং রয়েছে। গত তিন মাসে ৪-৫টি কিশোর গ্যাংয়ের মোট ২০ সদস্যকে আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, চকবাজারে মাদ্রাসাছাত্রকে শারীরিক নির্যাতন করে হত্যা, পাহাড়তলীতে ডাবল মার্ডার, পতেঙ্গায় পান বিক্রেতাকে হত্যা, আনোয়ারায় কলা পাতা নিয়ে ঝগড়া করে হত্যা, রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী কল্পনা চাকমাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, আনোয়ারায় পাওনাদারকে আটকে রেখে হত্যার ঘটনায় মূল হত্যাকারীকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
এছাড়া র্যাব-৭ গত তিন মাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এক লাখ ৪৫ হাজার পিস ইয়াবা, ৫৪০ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি মদ উদ্ধার করছে বলেও জানান তিনি । সূত্র সময় সংবাদ।