নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ ৪জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে । সোমবার (২ অক্টোবর) রাজশাহী জেলার গোদাগাড়ী পিরিজপুর এলাকা থেকে সকাল ৯ টার সময় ৪ জন মাদককারবারিকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করে রাজশাহী জেলা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো: লুৎফর রহমান (৩৫), মো: সোয়েব আলী (৪০), মো:হানিফ শেখ (৩৭) ও মো: আমিনুল ইসলাম (৪৫)। মো: লুৎফর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী থানার খেতুর পাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে, মো: সোয়েব আলী একই জেলার একই থানার ফরাদপুর মৃত শাহজাহান আলীর ছেলে, মো:হানিফ শেখ একই জেলার একই থানার চর নওসারা গ্রামের মৃত আ: মান্নানের ছেলে এবং মো: আমিনুল ইসলাম একই জেলার একই থানার ফরাদপুর স্কুলপাড়া গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার উজানপাড়া ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারেন, গোদাগাড়ী পিরিজপুর গ্রামের আশরাফ আলীর খাবারের হোটেলের পশ্চিম পার্শ্বে ফাকা জায়গায় কতিপয় ব্যক্তিগণ অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই ইনামুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ সোমবার (২ অক্টোবর) সকাল ৯ টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় মাদক কারবারিরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে লুৎফর রহমানের ডান কাধে থাকা একটি প্লাস্টিকের তৈরি সাদা বস্তার মধ্যে হতে ১৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি সোয়েব আলী, মো: হানিফ শেখ এবং মো: আমিনুল ইসলামকে হাতে নাতে গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত অভিযুক্ত লুৎফর রহমান, মো: সোয়েব আলী, মো:হানিফ শেখ ও মো: আমিনুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা হয়েছে।