আপলোড সময় : ০৩-১০-২০২৩ ১১:১৪:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-১০-২০২৩ ১১:১৪:২৪ অপরাহ্ন


_________
নিউজ খেলাধুলা: এক দিন পরই ভারতে শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়েই শুরু হবে এবারের আসর। তবে ম্যাচ শুরুর এক দিন আগেই অর্থাত্ আগামীকালই আনুষ্ঠানিকভাবে পর্দা উন্মোচিত হবে ওয়ানডে বিশ্বকাপের। 


উদ্বোধনী অনুষ্ঠানকে জাঁকজমক করে তুলতে যেমন থাকবেন একঝাঁক বলিউড তারকা, তেমনি থাকবে আতশবাজি আর লেজার শো। অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে ভারতীয় কৃষ্টি-কালচারও। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম করবেন বলিউড তারকা রণবীর সিং। এছাড়া থাকবেন তামান্না ভাটিয়ারও। সংগীত তারকা শ্রেয়া ঘোষাল, অরিজিত্ সিং, আশা ভোঁসলেও থাকবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের তথ্য দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম" বুধবার ৪ অক্টোবরকে আগেই ‘ক্যাপ্টেনস ডে’ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঐ দিন ১০ দলের ১০ অধিনায়কের উপস্থিতিতে পর্দা উঠবে টুর্নামেন্টের। এর আগে আজ সব অধিনায়কের আহমেদাবাদে পৌঁছে যাওয়ার কথা। সূত্র ইত্তেফাক
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708