নিজস্ব প্রতিবেদক: শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। যারা বিভিন্ন বিষয়ে পাঠদান করে আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে সাহায্য করেন। সেই নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করে যাওয়া শিক্ষকদের জন্যই আজকের দিনটি। আজ বিশ্ব শিক্ষক দিবস। পুরোবিশ্বে শিক্ষকদের সম্মানে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।
রাজশাহীর গোদাগাড়ীতে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। আজ বৃহস্পতিবার ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে উপজেলার সকল স্তরের শিক্ষকমন্ডলীর আয়োজনে র্যালী বের করা হয়। এরপর গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, সংসদ সদস্য (রাজশাহী,১ গোদাগাড়ী-তানোর) বিশেষ অতিথি, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উপজেলা পরিষদ। জনাব মোঃ দুলাল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার গোদাগাড়ী উপজেলা । লায়লা তাসলিমা নাসরিন, (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার গোদাগাড়ী উপজেলা ।
৫ অক্টোবর দিনটি বিশ্বব্যাপী পালিত হয় শিক্ষক দিবস। ১৯৯৪ সালে ইউনেস্কের এক যুগান্তকারী ঘোষণার মাধ্যমে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালনের শুভ সূচনা করা হয়।