আপলোড সময় : ০৬-১০-২০২৩ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-১০-২০২৩ ০৭:৩৬:৪৫ অপরাহ্ন

গোদাগাড়ী রিশিকুল ইউনিয়নে বন্যার্তদের মাঝে চাল বিতরণ।



গোদাগাড়ী রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের বিলধুবইল ও গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন, গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম।

আজ শুক্রবার ৬ অক্টোবর দুপুরে গোদাগাড়ী উপজেলার জগপুর গ্রামে বন্যার্তদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। সেখানে প্রায় দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। রাজশাহী জেলায়, গত দুই দিনধরে টানা বৃষ্টিতে গোদাগাড়ী উপজেলার কয়েকটি ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের বাড়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তারা খাদ্যসংকটসহ নানা সমস্যায় পড়েছেন।

খবর পেয়ে শুক্রবার (৬ অক্টোবার) রিশিকুল ইউনিয়নের বিলধুবাইল ও গোগ্রাম ইউনিয়নের জগপুর গ্রামের ২০০ পরিবারকে চাল বিতরণ করা হয় । এবং আগামীকাল উপজেলার আরেকটি ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। পরবর্তিতে জরিপ করে বড় অনুদান সহায়তা দেওয়ার কথা জানান চেয়ারম্যান জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলিসহ অন্যান্য জনপ্রতিনিধি,স্থানীয় নেতৃবৃন্দ ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708