নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলায় মোজাহার আলী নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ৷ শিশুটির বাবার বাঘা থানায় করা মামলায় শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে বাঘা থানা পুলিশ।
ঘটনা প্রসঙ্গে জানা যায় বাড়ির পাশে মাঠে ঘাস কাটছিল মোজাহার আলী। সেখানে তাকে ‘মজা’ খাওয়ার লোভ দেখিয়ে কৈশলে ডেকে নেয়। শিশুটি গেলে তাকে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেয় । ভয়ে কাউকে বিষয়টি জানায়নি সে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম বলেন, শিশুটির বাবার মামলায় মোজাহার আলীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে মোজাহার আলী। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে৷