নিউজ খেলাধুলা: হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়েছেন নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসয়ের সামনে জয়ের জন্য ৩২৩ রানের কঠিন লক্ষ্য দিয়েছিল কিউইরা। জয়ের দিকে তারাকরতে এই মিশনে ২২৩ রানে থেমেছে ডাচরা।
আজ নিজেদের দু-নম্বর ম্যাচ খেলল নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। পাকিস্তানের বিরুদ্ধে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল নেদারল্যান্ডস। অন্যদিকে, গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের শুভ সূচনা হয় কিউয়িদের। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস।
এই ম্যাচেও কেন উইলিয়ামসনকে পায়নি কিউয়িরা। ফিট হওয়ার জন্য পর্যাপ্ত সময় দেওয়া হচ্ছে কেনকে। তাতে অবশ্য সমস্যায় পড়েনি নিউজিল্যান্ড। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিল তারা। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয়ের পর আজ নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারাল কিউয়িরা
সোমবার ৯ অক্টোবর মিচেল স্যান্টনারের বোলিং তোপে কলিন অ্যাকারম্যানের ৭৩ বলে ৬৯ রানের ঝলমলে হাফসেঞ্চুরির পরও ২২৩ রানে থেমেছে ডাচরা।
গত ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ডেভন কনওয়ে এবার ফিরেছেন ৪০ বলে ৩২ রান করে। টপ অর্ডারের ৫ ব্যাটারের সঙ্গে শেষ দিকে মিচেল স্যান্টনারের ১৭ বলে ৩৬* রানের ঝড়ে ৭ উইকেটে ৩২২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন এবং ফন ডার মারউই।
৩২২ রান তাড়া করতে নেমে ১২ রান করে আউট হন আগের ম্যাচের হাফসেঞ্চুরিয়ান বিক্রমজিত সিং। তার বিদায়ের পর মিচেল স্যান্টনারদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ডাচরা। খেলার মাঠে বড় কোনো জুটি তাদের গড়ে না ওঠায় ২২৩ রানে থেমেছে ডাচরা।