নিউজ ডেস্ক: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে কার্যকর হবে। অভিযান চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। মূলত প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ বন্ধ করার জন্য ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ বাস্তবায়ন করা হয়ে থাকে। গত বছরের মতো এবারেও ৩৮টি জেলায় এই অভিযান বাস্তবায়ন হবে।
এর মধ্যে উল্লেখযোগ্য জেলা হচ্ছে- চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরীয়তপুর, মাদারিপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জ। ইলিশ আহরণ নিষিদ্ধকালে প্রতিবেশী দেশের মৎস্য আহরণকারী নৌকা কিংবা ট্রলার যেন এ সুযোগে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে না পারে সে জন্য গভীর সমুদ্রে ও সীমান্ত এলাকায় ইলিশ পাচার বন্ধ করার জন্য আগের চেয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।