নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুরে পৈতৃক ভিটায় নির্মিত অধ্যাপক শেখ মো. রোকনউদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাপ্রধান বলেন, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে আমাদের স্মরণ রাখতে হবে। তাদের মনে না রাখলে ভবিষ্যতে মানুষ দেশের জন্য নিজেকে আত্মত্যাগ করার উৎসাহ পাবে না। এসময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন স্বাধীনতার রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে শ্রদ্ধা জ্ঞাপন করেন জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের।
রোববার (১৫ অক্টোবর) নড়াইলের লোহাগাড়া উপজেলার মল্লিকপুরে পৈতৃক ভিটায় নির্মিত ‘অধ্যাপক শেখ মো. রোকনউদ্দিন আহমেদ ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমার জন্ম, বেড়ে ওঠা খুলনাতে। পৈতৃক ভিটা লোহাগড়া উপজেলার করফা গ্রামে। নাড়ির টানে বার বার ছুটে আসি এই গ্রামে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন করছেন, সাথে সাথে এই নড়াইলের উন্নয়নও দৃশ্যমান। যতটুকু পেরেছি এলাকার মানুষের সেবা করার চেষ্টা করেছি। ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এলাকাবাসী চিকিৎসাসেবা পেয়ে উপকৃত হবেন। এ এলাকায় নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ, মল্লিকপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে সরকারিকরণ করায় এলাকার মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নাড়ির টানে আপনাদের মাঝে ফিরে আসব বার বার।’
এর আগে দিনভর নড়াইলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।