নিজস্ব প্রতিবেদক গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ীতে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোদাগাড়ী উপজেলার হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও পূজা মন্ডপের সভাপতি-সাধারন সম্পাদককের সাথে আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আসন্ন দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী , সংসদ সদস্য রাজশাহী-১গোদাগাড়ী-তানোর, বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উপজেলা পরিষদ গোদাগাড়ী। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গোদাগাড়ী উপজেলা শাখা, জনাব কামরুল ইসলাম অফিসার ইনচার্জ (ওসি) গোদাগাড়ী মডেল থানা ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তাই এই দুর্গোৎসবে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। সে বিষয়ে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করবে। কোন ব্যক্তি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে নাশকতার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সভায় গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধানদের কাছে প্রতিটি মন্ডপে এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ , শাড়ি ও চাল বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী , সংসদ সদস্য রাজশাহী-১গোদাগাড়ী-তানোর, বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান উপজেলা পরিষদ গোদাগাড়ী। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ গোদাগাড়ী উপজেলা শাখা, জনাব কামরুল ইসলাম অফিসার ইনচার্জ (ওসি) গোদাগাড়ী মডেল থানা ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। তাই এই দুর্গোৎসবে থানা পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজা উপলক্ষে কোথাও সন্ত্রাসী কার্যকলাপ সহ কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হবে না। সে বিষয়ে পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করবে। কোন ব্যক্তি যদি আইনশৃঙ্খলা ভঙ্গ করে নাশকতার চেষ্টা চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ অব্যহত রাখবো এবং সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত সভায় গোদাগাড়ী উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বীদের প্রধানদের কাছে প্রতিটি মন্ডপে এমপি ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ , শাড়ি ও চাল বিতরণ করেন।