নিউজ ডেস্ক: ঢাক, ঢোল, শঙ্খ আর উলুধ্বনির মধ্য দিয়ে চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গতকাল ২২ অক্টোবর ২০২৩ খ্রি. রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহীর পুলিশ সুপার মো: সাইফুর রহমান, পিপিএম এবং রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহীর বাগমারার তাহেরপুর ঐতিহাসিক দুর্গামাতার মন্দির পরিদর্শন করেন।
তাঁরা তাহেরপুর ঐতিহাসিক দুর্গামাতার মন্দির কমিটির সভাপতি, সেক্রেটারি এবং স্থানীয় জনপ্রতিনিধিগণের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় জেলা পুলিশ এবং জেলা প্রশাসন, রাজশাহীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং জেলা আওয়ামীলীগের সভাপতি উপস্থিত ছিলেন।