আপলোড সময় : ২৪-১০-২০২৩ ১১:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১০-২০২৩ ১২:০৭:৩৮ পূর্বাহ্ন

গোদাগাড়ীতে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা


-------------------------

নিজস্ব প্রতিবেদক
: সারাদেশের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে আনন্দমূখর পরিবেশের মধ্যদিয়ে শেষ হলো হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার আনুষ্ঠানিকতা। মঙ্গলবার ২৪ অক্টোবর সকাল থেকে মন্ডপে মন্ডপে চলে দেবী দূর্গার কাছে ভক্তদের আরাধনা।

মর্তলোক থেকে দেবী দূর্গা বিদায় নিলেও মঙ্গল সাধন করবেন পুরো বিশ্বব্রম্ভান্ডের এমনটাই প্রত্যাশা ভক্তদের। নারীদের সম্মান প্রকৃতিকে রক্ষা আর সামাজিক সম্প্রিতির বার্তা নিয়ে আসা দেবী দূর্গাকে পূজা উপাচারের মধ্যদিয়ে একে একে চলে বিসর্জনের প্রস্তুতি। এর পরে চলে দশমী পূজা আরতি অঞ্জলী আর দেবী দূর্গার প্রতিকী দর্পণ বিসর্জন। জগতের মঙ্গল সাধনায় মর্তে আসা দেবীর একদিকে আনন্দ অন্যদিকে বিষদশ্যু ভক্তের মনে। এর পরে শুরু হয় বিজয়া দশমীর সবচেয়ে বড় আকর্ষন সিদুর খেলা, আর এই খেলার মধ্যদিয়ে শেষ হলো হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা, এই পূজায় যাতে করে কোন বিশৃঙ্খলা না ঘটে সেজন্য গোদাগাড়ী উপজেলার প্রতিটি মন্দির কমিটির সাথে আলোচনা করে পূজা শুরুর আগেই প্রতিটি মন্দিরে ছিলো থানা পুলিশ,আনসার ও গ্রাম পুলিশের কড়া নজরদারির আওতায় ।

শারদীয় দূর্গা উৎসব চলাকালীন প্রতিটি মন্দিরে প্রতিনিয়ত গোদাগাড়ী-তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানার নির্দেশে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ জনাব কামরুল ইসলামের নেতৃত্বে সকল অফিসার, ফোর্সদের নিয়ে দিন,রাত পূজা মন্ডপ পরিদর্শন করেছেন এবং পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারী থাকায় গোদাগাড়ীতে কোন রকম অপ্রিতিকর ঘটনা ছারাই সুন্দর ও সুশৃঙ্খল ভাবে শেষ হয়েছে দূর্গাপূজা ।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708