নিউজ ডেস্ক: বগুড়ার আদমদীঘি থেকে চুরি হওয়া ট্রাক্টর অভিযোগের মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে নওগাঁর মান্দা থেকে উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর ৪টার দিকে নওগাঁর মান্দা উপজেলার দাউইল গ্রাম এবং গোপালপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- পিকআপ চালক রংপুরের সদ্যপুস্করাণী গ্রামের মৃত ফয়জের আলীর ছেলে বেলাল হোসেন (২৫), হেলপার নওগাঁর দুবলহাটির গোলাম রাব্বানীর ছেলে শাকিল হোসেন (২৫) ও নওগাঁ সদররের গোয়ালী উত্তরপাড়ার মৃত কফিল উদ্দীন মোল্লার ছেলে মোয়াজ্জিম হোসেন মোল্লা (৩৭)। বুধবার দুপুরে পিকআপটি জব্দ ও গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ঘটনা সূত্রে জানাযায়, বগুড়ার দুপচাঁচিয়ার কাশিয়াকুড়ি গ্রামের মিলন হোসেন তার ট্রাক্টরটি চালানোর জন্য আদমদীঘির ইসবপুর গ্রামের সাদ্দাম হোসেনকে ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। গত তিন বছর ধরে সাদ্দাম ওই ট্রাক্টর দিয়ে ইট ভাটায় ভাড়ার কাজ শেষে তার বাড়ির সামনে পাকা রাস্তার পার্শ্বে রাখতেন। সে অনুযায়ী গত রবিবার দুপুর ৩টায় ওইস্থানে ট্রাক্টরটি রেখে চলে যান। পরের দিন সোমবার রাত ৩টায় ঘটনাস্থলে এসে সাদ্দাম ট্রাক্টরটি দেখতে না পেয়ে মিলন হোসেনকে বিষয়টি জানান। ট্রাক্টর মালিক মিলন মঙ্গলবার থানায় একটি অভিযোগ করেন । থানায় করা মামলার মাত্র চব্বীশ ঘন্টার মধ্যে অভিমান চালিয়ে আসামিদের গ্রেফতার করে পুলিশ।