নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন পধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের উদ্বোধন করা হবে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর)।
চট্টগ্রাম নগরী থেকে ৪০ কিলোমিটার দূরে পতেঙ্গা ও আনোয়ারা উপজেলার মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেলটি নির্মিত। এদিকে, টানেল উদ্বোধনের পর প্রধানমন্ত্রী চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী একটি বিশেষ স্মারক ডাকটিকিট, উদ্বোধনী দিনের খাম ও প্রথম পানির নিচের সড়ক টানেলের উদ্বোধন উপলক্ষে একটি বিশেষ সীলমোহরও প্রকাশ করবেন। শনিবার টানেল উদ্বোধন উপলক্ষে একটি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা।
আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) মাঠের সমাবেশে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের জন্য চট্টগ্রামের পাশাপাশি সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অনুষ্ঠানস্থলে নৌকার আদলে একটি বড় মঞ্চ তৈরি করা হয়েছ। এই সমাবেশ ঘিরে প্রায় দশ লাখের বেশি মানুষ অংশ নেবে বলে ধারনা করছে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।