রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উত্তরয়ণ প্রকাশনীর উদ্যোগে শুরু হয়েছে প্রকাশনা উৎসব ও সাহিত্য কথন। বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনের চত্বরে গত শুক্রবার (২৭ অক্টোবর) শুরু হয় এ প্রকাশনা উৎসব। চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, উত্তরয়ণ, সংহতি, ম্যাজিক লন্ঠনসহ বিভিন্ন কয়েকটি প্রকাশনীর বইয়ের স্টল রয়েছে। আয়োজনটাকে আরও আকর্ষণীয় করতে গাছের সাথে প্রিয়জনকে পাঠানোর জন্য চিঠির বক্স রাখা হয়েছে। স্টলের চারপাশে দড়ি টানিয়ে সেগুলোতে বিভিন্ন লেখকের মন্তব্য কাগজে লিখে টানানো। শিক্ষার্থীরাও বেশ আগ্রহ নিয়ে বই দেখছে।
শিক্ষার্থীদের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে উত্তরয়ণ প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা সন্তু বলেন, গতকাল হরতালের কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে আসে নি বা বের হয় নি। তবে কালকের তুলনায় আজকে শিক্ষার্থীদের সাড়া বেশি পাচ্ছি। আর আমাদের আয়োজনের মধ্যে সাহিত্য, ইতিহাসসহ সবরকম বই আছে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উদয়ন কর্মকার বলেন, বই পড়তে ভালো লাগে সে জায়গা থেকে আসা। ক্যাম্পাসে অনেকদিন পর বইয়ের এমন বিস্তৃত আয়োজন দেখে ভালো লাগছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সানজিদা শাম্মি বলেন, ক্লাসে এসে শুনলাম বইয়ের স্টল বসেছে। আর আমার হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগে তাই তাঁর লেখা বইগুলো দেখছি। যেটা নেওয়ার মতো মনে হবে সেটা নিব৷
সরেজমিনে দেখা যায়, উত্তরয়ণ, সংহতি, ম্যাজিক লন্ঠনসহ বিভিন্ন কয়েকটি প্রকাশনীর বইয়ের স্টল রয়েছে। আয়োজনটাকে আরও আকর্ষণীয় করতে গাছের সাথে প্রিয়জনকে পাঠানোর জন্য চিঠির বক্স রাখা হয়েছে। স্টলের চারপাশে দড়ি টানিয়ে সেগুলোতে বিভিন্ন লেখকের মন্তব্য কাগজে লিখে টানানো। শিক্ষার্থীরাও বেশ আগ্রহ নিয়ে বই দেখছে।
শিক্ষার্থীদের সাড়া কেমন পাচ্ছেন জানতে চাইলে উত্তরয়ণ প্রকাশনীর স্টলের দায়িত্বে থাকা সন্তু বলেন, গতকাল হরতালের কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে আসে নি বা বের হয় নি। তবে কালকের তুলনায় আজকে শিক্ষার্থীদের সাড়া বেশি পাচ্ছি। আর আমাদের আয়োজনের মধ্যে সাহিত্য, ইতিহাসসহ সবরকম বই আছে। নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উদয়ন কর্মকার বলেন, বই পড়তে ভালো লাগে সে জায়গা থেকে আসা। ক্যাম্পাসে অনেকদিন পর বইয়ের এমন বিস্তৃত আয়োজন দেখে ভালো লাগছে। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সানজিদা শাম্মি বলেন, ক্লাসে এসে শুনলাম বইয়ের স্টল বসেছে। আর আমার হুমায়ুন আহমেদের লেখা ভালো লাগে তাই তাঁর লেখা বইগুলো দেখছি। যেটা নেওয়ার মতো মনে হবে সেটা নিব৷