নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামীলীগের উন্নয়ন প্রচার ও শান্তি মিছিল অবস্থান কর্মসূচি করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার ৩১ অক্টোর সকাল থেকে বিকাল পর্যন্ত রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে আওয়ামীলীগ।
রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট, শহীদ কামারুজ্জামান চত্বর,কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষিপুর মোড়, কোর্ট স্টেশন,শালবাগান মোড়, সাগরপাড়া বটতলার মোড়সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচী করেছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা । এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, সদস্য আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, নগর তাঁতী লীগ সাধারণ সম্পাদক মোকসেদ-উল-আলম সুমন সহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।