আপলোড সময় : ০১-১১-২০২৩ ০২:৩৮:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-১১-২০২৩ ০২:৩৮:৫৪ অপরাহ্ন

কবি, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ এর স্মরণসভা



পাবনা জেলা প্রতিনিধিঃ অদ্য ৩১ অক্টোবর ২০২৩ কবি ও কবিতার সংগঠন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর আয়োজনে কবি, সম্পাদক, অভিনেতা ও নির্মাতা তারেক মাহমুদ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক বেগম ফিরোজা খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কথাশিল্পী সাইদ হাসান দারা, কবি লিখন অরণ্য, কবি, ছড়াকার ও চিত্র পরিচালক দেওয়ান বাদল, সঙ্গীতশিল্পী মো. মাজহারুল ইসলাম, কবি ও গল্পকার এনামুল হক টগর, কবি ও বাচিকশিল্পী জহুরা ইরা, কবি ও গবেষক ড. মনছুর আলম, কবি ও গল্পকার মোকলেছ মুকুল, কবি আদ্যনাথ ঘোষ,উত্তরণ পাবনা'র প্রতিষ্ঠাতা সভাপতি কবি, গীতিকার ও সংগঠক আলমগীর কবীর হৃদয়, কবি ও গবেষক বঙ্গ রাখাল, কবি সাইফুল কামাল, কবি ও সম্পাদক রেজাউল করিম, উত্তরণ পাবনার সহ সভাপতি কবি ও সম্পাদক মাসুদ হাসান রনি, কবি বিজুরী ইসলাম ও মহীয়সী 'র বুক ক্যাফে এর কর্ণধার ডিএএস সোহাগ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন মহীয়সী সাহিত্য পাঠচক্র এর সাধারণ সম্পাদক কবি কথাশিল্পী যাযাবর জিয়া। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠন এর সভাপতি রেহানা সুলতানা শিল্পী। স্মরণসভার আলোচনা শেষে তারেক মাহমুদ এর আত্মার মাগফেরাত কামনা করা হয়।
সম্পাদক : বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক তৈয়বুর রহমান, নির্বাহী সম্পাদক : আরিফ হোসেন, বার্তা সম্পাদক : মোশারফ হোসেন, উপদেষ্টা : ফাতেমা বেগম
ই-মেইল: 24sonalirajshahi@gmail.com, ওয়েবসাইট : www.sonalirajshahi.com, বার্তা বাহক নম্বর: 01715801785, 01766227626, 01784336244, 01712414708