নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে ২০২৩-২৪ মৌসুমে গম,ভুট্টা,সরিষা,সূর্যমুখী,চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারী, ও গ্ৰীষ্মকালীন পেঁয়াজ (নাবী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করায হয়।
বৃহস্পতিবার ২নভেম্বর দুপুরে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব আতিকুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি মাননীয় সংসদ সদস্য রাজশাহী-১ গোদাগাড়ী-তানোর, । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ ও সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গোদাগাড়ী উপজেলা শাখা, জনাব মরিয়ম আহমেদ কৃষি অফিসার গোদাগাড়ী উপজেলা , আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগও মেয়র গোদাগাড়ী পৌরসভা , মোঃ আব্দুর রসিদ সাধারণ সম্পাদক গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ ও সদস্য রাজশাহী জেলা পরিষদ, জনাব আব্দুল মালেক ভাইস চেয়ারম্যান গোদাগাড়ী উপজেলা পরিষদ, উপস্থিত ছিলেন গোদাগাড়ী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ জনাব আব্দুল মতিন সহ অন্যান্য নেতৃবৃন্দ।