নিজস্ব প্রতিবেদক : গোদাগাড়ী উপজেলার প্রেমতলীস্থ শ্রী পাট খেতুরিধামে মহারাজ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভব তিথি উৎসব শুরু হয়েছে। মহাউৎসবের বৃহস্পতিবার দ্বিতীয় দিন। উৎসব শুরু হয়েছে গত ১ নভেম্বর বুধবার তিনদিন অতিবাহিত হয়ে শেষ হবে শুক্রবার ৩ নভেম্বর।
শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভব তিথি উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর আছে কড়া নিরাপত্তা । এই উপলক্ষে বৃহস্পতিবার গৌরাঙ্গবাড়ীর ঐতিহ্যবাহী খেতুর ধামে পরিদর্শন করেছন রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপস এ্যান্ড ক্রাইম) জনাব সনাতন চক্রবর্তী । তিনি উৎসবে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিরাপত্তায় মোতায়েনকৃত অফিসার-ফোর্সের ডিউটি তদারকি করেন। এবং গৌরাঙ্গ মন্দিরের চারপাশ পায়ে হেঁটে পরিদর্শন করেন,ও উৎসব কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা।
নরোত্তম দাসের তীরোভাব তিথি মহাউৎসবে ভক্তরা এসে দিনরাত কীর্তন, প্রার্থনা, প্রসাদগ্রহণ ও পূজা করার মধ্য দিয়ে তিনদিন অতিবাহিত করবে এই উৎসব। এই মহাউৎসব উপলক্ষে প্রতি বছর দুই বাংলার ভক্তদের ভিড়ে উৎসবস্থলে তিল ধারণের ঠাঁই হারায় গৌরাঙ্গবাড়ি মন্দিরের আশপাশের কয়েকটি গ্রাম। বাংলাদেশ হিন্দু ধর্মালম্বীদের এটি সবচেয়ে বড় উৎসব। উৎসব সুষ্ঠুভাবে আয়োজন করতে কয়েকদিন আগেই সব প্রস্তুতি সম্পন্ন করে খেতুরীধাম ট্রাস্টিবোর্ড ও উপজেলা প্রশাসন। ভক্তদেরও আগমন শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই।