দেলোয়ার হোসেন সোহেল তানোর: রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউপির শেষ সিমানা দমদমা গ্রামের ট্যাংরা বিল থেকে অবৈধ সুতি জালের অপসারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে ।
রবিবার( ৫ই নভেম্বর) বিকেল ৪টার দিকে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এবং মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাঁধ থেকে অবৈধ সুতির জাল অপসারন করা হয়।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে আদিবাসী কিশোর পশু শিকার করে বাড়ি ফেরার পথে কলমা ইউপি এলাকার অমৃতপুর গ্রামের মৃত লগেন হাসদার পুত্র উমাইয়েল হাসদা (১৮) সুতির জালে আটকা পড়ে মৃত্যু বরন করেন। বিষয়টি তানোরের গনমাধ্যম কর্মীরা রাজশাহীর স্থানীয় ও জাতীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে প্রশাসনের হস্তক্ষেপে সুতি জাল অপসারণ করা হয়।
রবিবার( ৫ই নভেম্বর) বিকেল ৪টার দিকে তানোর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউট ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত এবং মৎস্য কর্মকর্তা বাবুল হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে বাঁধ থেকে অবৈধ সুতির জাল অপসারন করা হয়।
উল্লেখ্য গত শুক্রবার দুপুরে আদিবাসী কিশোর পশু শিকার করে বাড়ি ফেরার পথে কলমা ইউপি এলাকার অমৃতপুর গ্রামের মৃত লগেন হাসদার পুত্র উমাইয়েল হাসদা (১৮) সুতির জালে আটকা পড়ে মৃত্যু বরন করেন। বিষয়টি তানোরের গনমাধ্যম কর্মীরা রাজশাহীর স্থানীয় ও জাতীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরলে প্রশাসনের হস্তক্ষেপে সুতি জাল অপসারণ করা হয়।