নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ১জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত । এ সময় প্রায় ৩০ হাজার টাকার কারেন্ট জাল জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্ত গোদাগাড়ী পৌর এলাকার রেলবাজার বাগানপাড়া গ্রামের কালুর ছেলে অচিন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টার সময় উপজেলার রেলবাজার ঘাটের সামনে পদ্মানদীতে নৌ পুলিশের সহযোগিতায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আতিকুল ইসলাম অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট জাল উদ্ধারসহ এক জেলেকে আটক করে ১হাজার টাকা অর্থদন্ড করে । এবং অবৈধ কারেন্ট জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আতিকুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মতিন , নৌ পুলিশ কর্মকর্তা এসআই মোঃ, আরিফ, মোঃ অন্তর, জাতীয় দৈনিক চৌকস পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আরিফ উপস্থিত ছিলেন।