নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ব্যতিক্রমী একটি সাফল্য CIDMS সফট্ওয়ার । এই উদ্ভাবনী সেবাটি অব্যাহত রাখা, সুচারুভাবে পরিচালনা ও মনিটরিং এর জন্য রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহ হতে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদানের নিমিত্তে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীতে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার তত্ত্বাবধানে ০১ (এক) দিন মেয়াদী “উদ্ভাবন কর্ম-পরিকল্পনা ২০২২-২৩ এ চালুকৃত Crime Investigation Digital Monitoring System (CIDMS)” প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয় ।
রাজশাহী রেঞ্জ পুলিশের অভিভাবক জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রশিক্ষাণার্থীদের উক্ত প্রশিক্ষণ কর্মশালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন । তিঁনি আরও বলেন গৃহীত প্রশিক্ষণ কর্মশালা কর্মশালার মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধির পাশাপাশি জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার), অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ আরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার-টু-ডিআইজি), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী। জনাব মোঃ সাজিদুর রহমান, সহকারী পুলিশ সুপার, রিচার্জ, ইনোভেশন অ্যান্ড বেস্ট প্রাক্টিস, বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা প্রশিক্ষণ কর্মশালার সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহী মহোদয় ।