নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন, পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষ রোপন অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বৃক্ষ ও প্রাণিকুল একে অপরের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রাণীদের বেঁচে থাকার প্রধান ও মূল উপকরণ হলো অক্সিজেন, যা বৃক্ষ থেকেই উৎপন্ন ও নির্গত হয়।
বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২৩ খ্রি. বিকাল ৩:৩০ ঘটিকার সময় বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদার নতুন মাঠে বৃক্ষ রোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । প্রত্যেক নিঃশ্বাস-প্রশ্বাসে প্রাণিজগৎ কার্বন ডাই-অক্সাইড বর্জন করে। এটি এক ধরনের বিষাক্ত পদার্থ, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বৃক্ষ সেই দূষিত কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং প্রাণিকুলের বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নিঃসরণ করে। বৃক্ষ থেকে পাওয়া অক্সিজেন গ্রহণ করেই আমরা বেঁচে থাকি। বর্তমান প্রেক্ষাপটে অহরহ বৃক্ষ নিধনের ফলে মানুষ নিজেরই ক্ষতি করে চলেছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ একাডেমীর সম্মানিত প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জনাব মীর রেজাউল আলম বিপিএম (বার) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ। এছাড়াও অতিরিক্ত ডিআইজি জনাব ফয়সল মাহমুদ পিপিএম, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী, জনাব মোঃ সাইফুর রহমান, পিপিএম, পুলিশ সুপার, রাজশাহীসহ বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।