নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে । রোববার (১৯ নভেম্ববর ) বিকেল সাড়ে ৫টার সময় গোদাগাড়ী উপজেলার উদপুর এলাকার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। এঘটনায় কোন যাত্রীর হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায় রাজশাহী থেকে যাত্রী নিয়ে ছেরে আসা একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় বাসটি রাজাবাড়ী পার হয়ে উদপুর নামক স্থানে পৌছালে বাসটির পেছনে থাকা মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তকারীরা চলন্ত অবস্থায় বাসটির দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতেকরে বাসে আগুন ধরে গেলে বাসটি থামিয়ে দেন চালক। এসময় দ্রুত বাস থেকে নেমে যান যাত্রীরা। পেট্রোল বোমায় বাসটি পুড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থানে পৌছিয়ে বাসে লাগা আগুন নিয়ন্ত্রনে আনে।
এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন যাত্রীবাহী একটি বাসে পেট্রল বোমা নিক্ষেপের খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে আমি পুলিশ নিয়ে ঘটনাস্থানে পৌছায়। যাত্রীবাহী বাসে পেট্রল বোমা নিক্ষেপের ঘটনায় একজনকে গ্রেফতার করি এবং বাকিরা দ্রত পালিয়ে যায়। বাকি সদস্যদের বিরূদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। ওসি বলেন এঘটনার সাথে যারা জরিত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যান চলাচল স্বাভাবিক আছে।