বিপিএলের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের মিশনে ফরচুন বরিশাল
বিনোদন ডেস্ক
আপলোড সময় :
২২-০১-২০২৪ ০৬:৩৯:৩২ অপরাহ্ন
আপডেট সময় :
২২-০১-২০২৪ ০৬:৩৯:৩২ অপরাহ্ন
বিপিএল: খুলনার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে তামিমের বরিশাল । বিপিএলের দশম আসরে টানা দ্বিতীয় জয়ের মিশন ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্সের সামনে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনা। আজ সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্য সাড়ে ছয়টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে।
আসরের শুরুটা আশানুরূপ হয়েছে দুদলেরই। নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে বরিশাল। আর খুলনা ৪ উইকেটে জিতেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দুদলের মিশন এখন টানা দ্বিতীয় জয়।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, দুনিথ ভেল্লালাগে ও মোহাম্মদ ইমরান।
খুলনা টাইগার্স একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, শাই হোপ, আফিফ হোসেন, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান, ফাহিম আশরাফ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম ও ওশান থমাস
নিউজটি আপডেট করেছেন : Daily Sonali Rajshahi
কমেন্ট বক্স