চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন নয়ালাভাঙ্গা ইউনিয়নের নিচু ধুমি গ্রামস্থ জনৈক কালাম মোড়লের বসত বাড়ির উত্তর পাশে ইটের হেয়ারিং রাস্তার উপর থেকে একটি TATA ACE PICKUP এ নিয়ে আসা ৬০(ষাট) কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আটক করা হয়।
এ সংক্রান্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধ থানায় আইনগত ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।।