রাজশাহীর দুর্গাপুরের কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা
সোনালী রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে ভুট্টু মিয়া নামের এক দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
শনিবার ২৯ এপ্রিল সকাল থেকে ভুট্টু মিয়ার চার বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপনের নেতৃত্বে ৫০ জন নেতা-কর্মী কৃষকের ধান কাটায় অংশগ্রহণ করেন। ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন, দূর্গাপুর পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান নিঝুম, ইমতিয়াজ অয়ন, ১ নং নওপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাকিল, যুগ্ম আহ্বায়ক সুমন, দূর্গাপুর কালেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের, ৪ নং দেলুয়াবাড়ি ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক কাওসার, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজুসহ অন্যানরা।
উপজেলায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি অব্যহত থাকবে বলেও জানান উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান।
কৃষক ভুট্টু বলেন, আমার জমির ধান পেকে গেলেও দিন মজুরের না পাওয়ায় ও মজুরি অতিরিক্তি হওয়ায় জমির ধান কাটতে পারছিলাম না। বিষয়টি দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিপন ভাই জানতে পারে। তারা ছাত্রলীগের বেশ কিছু লোক নিয়ে এসে আমার জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে। এতে আমার কতো বড় উপকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। আমি তাদের প্রতি কৃতজ্ঞ